রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের প্রার্থী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের ৫টি অস্থায়ী আসনে নির্বাচন আগামী ১৭ জুন। এশিয়া প্যাসিফিক ব্লক থেকে ভারতই প্রতিনিধিত্ব করছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, অষ্টম বারের জন্য ভারতের জয়লাভ এক্ষেত্রে নিশ্চিত বলে জানা যাচ্ছে।উল্লেখ্য, নিরাপত্তা পরিষদ নির্বাচন উপলক্ষে ভারতের ইস্তাহার সহ একটি বই প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, গোটা বিশ্বে সংঘাত বেড়েছে।দশ বছর আগে আমরা নিরাপত্তা পরিষদে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলাম। তখন থেকেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে বারবার চ্যালেঞ্জ এসেছে।আভ্যন্তরীণ প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রেও চাপ এবং সংঘাত বেড়েছে।পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের উপর অস্বাভাবিক চাপের কথাও উল্লেখ করছেন তিনি। সন্ত্রাসবাদ নিয়ে তাঁর আরও বক্তব্য,আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে হাতে কলমে এবং ফলাফলমূখী ব্যবস্থা নিলে কার্যকরী সাড়া মিলবে।অন্যদিকে করোনা ভাইরাস কিভাবে অর্থনীতি এবং ভূকৌশলগত ক্ষেত্রে ধাক্কা মেরেছে সে বিষয় নিয়ে বিদেশ মন্ত্রী আরও জানান,পাঁচটি এস কে সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছে ভারত। সে গুলি হল সম্মান, সংবাদ সহ যোগিতা,শান্তি এবং সমৃদ্ধি।

