UVD-RobotsBreaking News Health World 

ওষুধ নয়, রোবট দিয়ে করোনা আটকাচ্ছে চীন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের প্রায় প্রতিটি দেশের সরকার নিজের রাজ্যের রাস্তাঘাট ও অন্যান্য জায়গায় ইতিমধ্যেই কীটনাশক ছড়াতে শুরু করেছে। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে যাবতীয় পন্থা খুঁজছে গোটা পৃথিবী। অথচ এই ভাইরাসের উৎপত্তিস্থল চিন করোনা ভাইরাস রোধে ওষুধ বা কীটনাশক তৈরিতে মাথা ঘামায়নি। তারা তাদের চারপাশ করোনামুক্ত করতে একটি রোবটের ব্যবহার শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, কথা বলা এই রোবট মাত্র কুড়ি মিনিটে করোনার জীবাণু ধ্বংস করতে সক্ষম।

জানা গিয়েছে, ওই ইউভিডি রোবট ইতিমধ্যে চিনের বিভিন্ন হাসপাতালে কাজ শুরু করে দিয়েছে। জীবাণুনাশক আলোকরশ্মি দিয়ে এই রোবট করোনাভাইরাসের সংক্রমণ আটকাচ্ছে। একটি সাক্ষাৎকারে ইউভিডি রোবটসের ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিসন জানিয়েছেন, উহান থেকে ইতিমধ্যেই এশিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে এই রোবট পৌঁছে গেছে। সম্প্রতি ইতালিও এটি কেনার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখিয়েছে।

Related posts

Leave a Comment