করোনা-সংকটে অর্থ সাহায্যে মেসির পর রোনাল্ডো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পর্তুগালের হাসপাতাগুলিতে অর্থসাহায্যে এগিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।লিওনেল মেসি, পেপ গুয়ার্দিওলার পর করোনা সংকটের সময়ে রোনাল্ডোর এই অর্থসাহায্য যথেষ্টই প্রশংসা কুঁড়িয়েছে।সূত্রের খবর, পর্তুগিজ তারকা ও তাঁর এজেন্ট পর্তুগালের একাধিক হাসপাতাল জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ১.০৮ মিলিয়ন অর্থ দান করেছেন।পাশাপাশি রাজধানী লিসবন শহরের সান্তা মারিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে রোনাল্ডোকে কৃতজ্ঞতা জানান । জানা গিয়েছে, ওই হাসপাতালের দু’টি ওয়ার্ডে ১০টি আইসোলেশন বেড, ভেন্টিলেটর, হার্ট মনিটর সহ একাধিক সরঞ্জাম প্রদান করেছেন ক্রিশ্চিয়ানো ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেজ।আবার দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর সান্তো অ্যান্তোনিও হাসপাতালে ১৫টি ইন্টেনসিভ কেয়ার বেড, প্রয়োজনীয় ভেন্টলেটর, মনিটর ও অন্যান্য সরঞ্জাম দান করলেন জুভেন্তাস তারকা। হাসপাতাল সূত্রের খবর, এই উদ্যোগ গ্রহণের জন্য আমরা রোনাল্ডো ও মেন্ডেজকে ধন্যবাদ জানাতে চাই।এই মুহূর্ত ইতিমধ্যেই পর্তুগালে COVID19 আক্রান্তের সংখ্যা ২,৩০০অত্রিক্রম করেছে।আপাতত মৃতের সংখ্যা ৩৩। সংকটে রোনাল্ডোর দেশের স্বাস্থ্য-পরিষেবা। সংকট এড়াতে চিন থেকে ৫০০ ভেন্টিলেটর এবং ৪ মিলিয়ন মাস্ক এনেছে পর্তুগাল। রোনাল্ডোর আগে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্পেনে অর্থসাহায্যের হাত বাড়িয়ে দেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সূত্রের খবর, আর্জেন্তাইনফুটবলার ১ মিলিয়ন ইউরো অর্থ ভাগ করে দিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্তিনায় তাঁর হোমটাউন হাসপাতাল ক্লিনিকে। পাশাপাশি মেসির মতো করোনা-যুদ্ধে অর্থসাহায্যে এগিয়ে এলেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওয়ালা। জানা যায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যাঞ্জেল সোলার ড্যানিয়েল ফাউন্ডেশন ও মেডিক্যাল কলেজ অফ বার্সেলোনার যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক প্রচারে ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্য করেছেন পেপ।