অতর্কিত ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই ভয়াল কম্পনের মাত্রা ছিল ৭.৫।
ইউএসজিএস (মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার সেভেরো-কুরিলিস্ক শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে প্রশান্ত মহাসাগর ও ওখোস্ক সাগরের মধ্যবর্তী একটি অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে। এই কম্পনের তীব্রতা প্রথমে ৭.৮ বলে জানানো হলেও, পরে তা সংশোধন করে ৭.৫ বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই অঞ্চলে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। শহরের উপকূলে হঠাৎ একটি ৫০ সেন্টিমিটার উঁচু ঢেউ সৃষ্টি হয়। যার কারণে প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।