স্কুলগুলিতে অনলাইন ক্লাসের হিড়িক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে ক্লাসরুমে তালা পড়লেও ক্লাস বন্ধ হয়নি। সূত্রের খবর, শহরের অনেক স্কুলে আগেই দেখা গিয়েছে অনলাইন ক্লাস চালু। এবার শহর সংলগ্ন জেলা এবং জেলা শহরগুলির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে অনলাইন ক্লাসের হিড়িক দেখা যাচ্ছে। দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুরে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করানো হচ্ছে। আবার পড়াশোনা ছাড়াও কো কারিকুলার অ্যাক্টিভিটিও করানো হচ্ছে অনলাইন ভিডিও চ্যাটের মাধ্যমে। পাশাপাশি দিল্লি পাবলিক স্কুল হাওড়াতেও শুরু হয়েছে অনলাইন ক্লাস। লাইভ ক্লাস ছাড়াও শিক্ষকরা সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। বিভিন্ন ক্লাস ভিত্তিক ওই গ্রুপে পড়াশোনা ও আলোচনা চলছে। স্কুলের পক্ষ থেকে আরও উন্নতমানের ভার্চুয়াল ক্লাসরুম তৈরিরও প্রচেষ্টা চলছে।

