কোভিড -১৯ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে,গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন, এনআইটিআই আয়োগের ডাঃ ভি কে পল, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্য সচিবও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। মমতা বধ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া জিএসটি পাওনার দাবি জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রীএর আগে মহামারী নিয়ে গত ছয় মাসে মুখ্যমন্ত্রীদের সাথে একাধিক বৈঠকের সভাপতিত্ব করেছিলেন।

