record and biratOthers Sports 

অধিনায়ক হিসেবে গর্বের পরিসংখ্যান কোহলির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচে এই জয় ‘স্পেশাল’ মন্তব্য বিরাট কোহলির। শরীর শূন্যে ভাসিয়ে অসাধারণ ক্যাচও নিলেন। রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত জয়ী হল ভারত। পুণেতে তৃতীয় একদিনের ম্যাচে পরাজিত হল ইংল্যান্ড। টেস্ট এবং টি টোয়েন্টির পর একদিনের সিরিজেও বিজয়ী ইন্ডিয়া। ব্যাট হাতে মাত্র ৭ রান করলেও অধিনায়ক হিসেবে গর্বের পরিসংখ্যান গড়লেন। আদিল রশিদকে আউট করার সময় কভারে দাঁড়িয়ে অসাধারণ ক্যাচ নিলেন। জীবনের প্রথম একদিনের সিরিজ খেলা প্রসিদ্ধ এবং ক্রুনাল সুযোগ কাজে লাগিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন বিরাট । অধিনায়ক হিসেবে এমন দল পেয়ে গর্বিত কোহলি।

Related posts

Leave a Comment