birla auditoriumEducation Entertainment Technology 

অফুরন্ত অবসরে ভার্চুয়াল গ্যালারি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভার্চুয়াল গ্যালারি। এইসময় টিভির পর্দা বা মোবাইল গেমে শুধু আটকে থাকা নয়। এবার অফুরন্ত অবসরে ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া-মেমোরিয়াল হল, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) কর্তৃপক্ষ ভার্চুয়াল ট্যুরিজমের আমন্ত্রণ জানাল। প্রসঙ্গত, ‘রেয়ার আর্টিফ্যাক্টস’ বা দুষ্প্রাপ্য সামগ্রীর সম্ভার নিয়ে একটি গ্যালারি খোলে বিআইটিএম-এ। ওই গ্যালারির প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া নিজের গান ও কবিতার আবৃতি।

উৎসাহীদের যাতে কোনও সমস্যা না হয় তা মাথায় রেখে রেয়ার আর্টিফ্যাক্ট গ্যালারিতে বেড়ানোর ভার্চুয়াল ভিডিও ইউটিউবে পোস্ট করেছে বিআইটিএম কর্তৃপক্ষ। সংস্থার অধিকর্তা ভি এস রামচন্দ্রণ জানিয়েছেন, এটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আবার ভিক্টোরিয়া-মেমোরিয়াল হলে ফেসবুক পেজে পৌঁছলে আপাতত বন্ধ এই সংগ্রহশালার অনেকটাই ঘুরে আসা যাবে সাইবার দুনিয়ার মাধ্যমে। সেখানকার কিউরেটর ও সচিব জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন, ভার্চুয়াল গ্যালারির কাজটা শেষ হয়নি। তবে ফেসবুক পেজে গেলে এখানকার বেশ কিছু সামগ্রী দেখার সুযোগ পাবেন উৎসাহীরা।

Related posts

Leave a Comment