ঝাড়গ্রাম চাঁদুয়াজোকা গ্রামে দলমা হাতি তাড়াতে বিদ্যুৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বুনো হাতির দল ফাঁকা মাঠে ফসল খেয়ে তছনছ করছে। বাড়ি থেকে বের হতে না পারার জন্য জমির ফসলের ক্ষতি হচ্ছে রোজই। এই বিপর্যস্ত পরিস্থিতি সঙ্কটে কৃষকরা। সঙ্কট মুক্তিতে জমির পাশে বিদ্যুতের তার লাগালেন চাষিরা। তবে জমিতে বিদ্যুতের তার লাগানো বন্যপ্রাণী আইনের বিরোধী। দলমার হাতির উপদ্রব ঠেকাতে এছাড়া গ্রামবাসী ও কৃষকদের কিছুই করার নেই। ঝাড়গ্রাম বনবিভাগের জামবনি রেঞ্জের চাঁদুয়াজোকা গ্রামের এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, জমির চারদিকে হাতি আটকানোর জন্য বিদ্যুতের দুটি তার দিয়ে ঘিরে দিয়েছে বাসিন্দারা। এই তারে বিদ্যুতের আর্থিং করা রয়েছে। তবে এতে হাতি মারা যাবে না। অন্যদিকে, হুলাপাটির লোকজনদেরও হাতি তাড়ানোর তৎপরতা নেই। স্থানীয় কৃষকের বক্তব্য, ধারদেনা করে জমিতে ফসল করেছি। দলমা হাতি তা নষ্ট করে দিলে আমরা খাব কী, যাব কোথায় !