উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ জানাবে রাজ্যই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নয়া পরীক্ষাসূচি জানাবে রাজ্য সরকারই। উচ্চমাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি বাড়ছে। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানালেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সরকারের সঙ্গে কথা বলে পরিবর্তিত সময়সূচি প্রকাশ করবে। সরকার তা জানাবে। ওয়েবসাইটে সেই সূচি দেবে সংসদও। সোশ্যাল মিডিয়ার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পূর্বে জানিয়েছিল, পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে। এরপর নতুন আরও একটি নির্দেশে জানানো হয়, দিন বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত তা বন্ধ রাখা হচ্ছে।