ঝাড়গ্রামের কেশবডিহিতে বধূর মৃত্যু ঘিরে উত্তেজনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝাড়গ্রামের কেশবডিহি এলাকায় বধূর মৃত্যু ঘিরে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম শহরের কেশবডিহির বাসিন্দা অমিত রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়ার বাসিন্দা পিয়াসা রায়ের (২০)। বিয়ের পরপরই পিয়াসার ওপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে একসময় ওই গৃহবধূ বাপের বাড়িও চলে যান। এরপর স্বামী অমিত রায় কেশবডিহির বাড়িতে নিয়ে আসেন পিয়াসাকে। পুলিশ সূত্রে খবর, ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধারের পর স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতার স্বামীর বাড়িতে হামলা চালানো ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই গৃহবধূকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে অভিযোগের ভিত্তিতে গৃহবধুর স্বামী ও শ্বাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যায়।