নজরে আসানসোল-বালিগঞ্জ উপনির্বাচন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে চলছে আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচন। সকাল থেকেই ভোটদানের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা বদলাতে থাকে। ভোটদানের হার অনেকটাই কম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ১১টা পর্যন্ত বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ১৬.২ শতাংশ। অন্যদিকে আসানসোলে চেহারা ভিন্ন । এই লোকসভা কেন্দ্রটিতে ভোটের হার ২৬.৬৮ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়ে ১২.৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ। দুপুর ২টো পর্যন্ত সময়ে এই হার বাড়তে থাকে।
আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচনে ভোট শুরু হতেই বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর আসতে শুরু করে। আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। সংবাদ মাধ্যমকে আটকানোর অভিযোগও সামনে এল। বারাবনির আন্দিহায় একটি বুথে একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ সামনে আসে। অন্যদিকে বালিগঞ্জে ভুয়ো ভোটারের অভিযোগও করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের দুটি উপ নির্বাচনে ভোটগ্রহণ পর্ব মোটামুটি নির্বিঘ্নে চলছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বেষ্টনী আসানসোল ও বালিগঞ্জে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সব বুথেই। ৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোল লোকসভা আসনটিতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শুরু হতেই লম্বা লাইন ভোটদাতাদের।
নির্বাচন কমিশন সূত্রের খবর, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লক্ষের কাছাকাছি। এই আসনে মোট ৩০০টি বুথ রয়েছে। ২৩টি স্পর্শকাতর বুথ। প্রতিটি বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি বুথে ২ জন কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। (ছবি: সংগৃহীত)

