NabannoOthers 

খাজনা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খাজনা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য। এই সংক্রান্ত বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন পর্বে গত ২৩ মার্চ থেকে সরকারি অফিসগুলি বন্ধ ছিল। ফলে অনেক জায়গায় খাজনা জমা নেওয়ার কাজ হয়নি। এক্ষেত্রে সময়ের মধ্যে খাজনা না দিলে ৬.২৫ শতাংশ হারে সুদ দিতে হয়। এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত, ১৪২৬ বঙ্গাব্দের জমির খাজনা দেওয়ার সময়সীমা আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হচ্ছে। ফলে মানুষকে খাজনা দিতে গিয়ে সুদ দিতে হবে না। অন্যদিকে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, পরিস্থিতিগত কারণে মানুষ সময়ের মধ্যে খাজনা দিতে পারেননি। সেই কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত।

Related posts

Leave a Comment