Wilbur WrightOthers Technology 

উইলবার রাইটের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন উইলবার রাইট। ১৮৬৭ সালের ১৬ এপ্রিল আমেরিকার মিলভনে তাঁর জন্ম। তিনি পেশায় ছিলেন প্রকাশক এবং বাইসাইকেল বিক্রেতা। বর্তমানে দ্রুততর যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে উন্নত যান হল উড়োজাহাজ বা বিমান। তবে এই আবিস্কারক দুই ভাই রাইট ব্রাদার্স। উইলবার রাইট এবং অপরজন হলেন অরভিল রাইট। ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন।

Related posts

Leave a Comment