Winter weatherHealth Lifestyle World 

আবারও শীতের আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পশ্চিমি ঝঞ্ঝা কাটিয়ে আবারও শীত। শীতের আবহাওয়াও ফের রাজ্যে। সকাল ও সন্ধ্যে কুয়াশাময় আকাশ। নেমে যাচ্ছে পারদ। যার জেরে তাপমাত্রাও কমছে। বাড়ল ঠান্ডাও। দু’দিনে প্রায় ৪ডিগ্রি পারদ নেমেছে। রাজ্যজুড়ে এমনই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লে ঝলমলে রোদ। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Related posts

Leave a Comment