Women BeautificationalLifestyle Others 

সাধারণ উপাদানে রূপ পরিচর্যায় আগ্রহ বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একটা সময় মা-ঠাকুরমারা রূপ পরিচর্যার নানা উপাদানের কথা বলতেন। বর্তমান দিনে খুব স্বল্প সংখ্যক মহিলারাই এই সব উপাদান ব্যবহার করেন। তবে এসবে এখন অনেকেরই আগ্রহ বেড়েছে। বেসন, মূলতানি মাটি, অ্যালোভেরা ও দইয়ের মতো সাধারণ উপাদান দিয়ে রূপচর্চা করতে দেখা যায় একাংশ মহিলাদের। অনেকে আবার খুব বেশি মেকআপ পছন্দ করেন না। ঘরোয়া কোনও অনুষ্ঠানে নিজেকে সাজানোর জন্য বেশ কিছু মেকআপ রয়েছে তা জেনে নিলেই চলবে। এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিদিন বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আর আলাদা করে ফেসিয়ালের প্রয়োজন পড়ে না। বর্তমান সময়ে প্রায় সব বাড়িতেই অ্যালোভেরা গাছ দেখতে পাওয়া যায়। অনেকেই ছাদের টবে এই গাছ লাগিয়ে থাকেন। ত্বক বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, অ্যালোভেরা জেলের সঙ্গে একটু মধু বা ভিটামিন ই-ট্যাবলেট মিশিয়ে মুখে মাখলে মুখের ত্বক উজ্জ্বল হয়। এটি ময়েশ্চারাইজারের কাজ করবে। ওটসের গুঁড়ো আর দইয়ের পেস্ট মুখে লাগালেও ত্বকের উপকার পাওয়া যায়। এই পেস্ট ভাল স্ক্রাবারের কাজ করবে বলেও ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Related posts

Leave a Comment