প্রবল ভূমিকম্প আমেরিকার ওঠাহে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভয়াবহ করোনার রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পের সম্মুখীন হল আমেরিকার ওঠাহের্ সল্ট লেক সিটি।এই প্রবল ভূমিকম্পের জন্য সল্টলেক সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে এই ভূমিকম্প ঘটেছে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.৭। সাময়িক ভাবে বন্ধ রাখা হয় সল্ট লেক আন্তর্জাতিক বিমান বন্দর। ইউএসএ জিওলজিক্যাল সার্ভের মতে, সল্ট লেক সিটি থেকে ১০ মাইল দূরে মাগ্না শহরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে এলাকার সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আরও জানা যায়, এই ভূমিকম্প ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।সূত্রের খবর, ১৯৯২ এর পর ওই অঞ্চলে এত বড় ভূমিকম্প আগে কখনও হয়নি। ভূ-কম্পনের তীব্রতা এতই বেশি ছিল যে মাগ্না এলাকায় একাধিক বাড়ির জানলার কাঁচ, ফুলদানি ইত্যাদি ভেঙে যায়। এছাড়াও বেশ কয়েকটি রাস্তার ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।