india and foodHealth Others World 

“বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্ট ও আশঙ্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্ট প্রকাশ পাওয়ার পর উদ্বেগ ও আশঙ্কা বেড়ে চলেছে। ওই রিপোর্ট প্রকাশের পর জানা গিয়েছে, ১২১ টি দেশের মধ্যে ভারত ১০৭তম স্থানে। একাংশের বিশেষজ্ঞদের অভিমত,এই রিপোর্ট দেশের করুণ অবস্থার ছবি প্রতিফলিত করে। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া সব দেশই ভারতের চেয়ে তুলনায় এগিয়ে। ক্ষুধার সূচকে নেপাল,বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেও পিছিয়ে দেশ। তবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক “বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্টটি মানতে নারাজ।

পরিসংখ্যান অনুযায়ী আলোকপাত করা হয়েছে,১৬.৩ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। আক্ষরিক অর্থে এই মানুষগুলো যথেষ্ট খাবার পায় না। অন্যদিকে ১৯.৩ শতাংশ শিশুর ওজন উচ্চতার তুলনায় কম। আবার ৩৩.৫ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এক্ষেত্রে দাবি করেছে, “বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্টটিতে প্রক্রিয়াগত ভুল রয়েছে। ওই মন্ত্রক থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে,উল্লেখিত রিপোর্টে ৪টি মাপকাঠির মধ্যে ৩টি শিশুদের অপুষ্টির মাপকাঠি। তা নিয়ে ক্ষুধার পরিমাপ করা যায় না বলে জানানো হয়েছে। আবার চতুর্থ মাপকাঠি নির্ধারণ করা হয়েছে স্বল্প সংখ্যক মানুষের সমীক্ষার ভিত্তিতে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment