ধনেখালির যুবকের মৃত্যুতে চাঞ্চল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ধনেখালির এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন শারীরিক উপসর্গ নিয়ে ওই যুবক চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছিলেন। গতকাল ওই যুবকের মৃত্যু হয় হাসপাতালে। এরপর ওই মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই যুবকের নিউমোনিয়ার চিকিৎসা চলছিল। হঠাৎ হৃদরোগে তিনি মারা গিয়েছেন। ভিন রাজ্য থেকে ফেরায় ওই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মৃত ওই ব্যক্তির পরিজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।