বারুইপুর থানা এলাকায় যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বারুইপুর থানার গোচারণ এলাকায় একটি বাড়ির পিছনের পুকুরে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম প্রণয় মণ্ডল (২৭)। ২ জন বন্ধুর সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। এরপর বিকেল থেকে নিখোঁজ হন প্রণয়। বাড়ির লোকজন বার বার মোবাইলে ফোন করেও ওই যুবককে পাননি। স্যুইচ অফ ছিল। পুলিশ সূত্রে আরও খবর, চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি হিসেবে প্রণয় ওই বাড়িতে ভাড়া ছিলেন। মৃত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এটা খুনের ঘটনা। মেরে জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।