আইসিএসই স্কুলেও প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পাশ করানোর সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার আইসিএসই স্কুলেও প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ফেল না করানোর সরকারি নির্দেশ মানা হবে। আইসিএসই কাউন্সিলের সচিব জেরি এরাথুন এই বিষয় জানিয়ে সব স্কুলের অধ্যক্ষদের চিঠি দিয়েছেন বলে খবর। সূত্রের খবর, ওই নির্দেশে বলা হয়েছে, বিপর্যস্ত পরিস্থিতিতে কয়েকটি রাজ্যের সরকার প্রথম ৮টি শ্রেণীর পড়ুয়াদের পরের শ্রেণীতে তুলে দেওয়ার বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। অধক্ষ্যরা যাতে সংশ্লিষ্ট রাজ্যের নির্দেশ অনুসরণ করেন। প্রসঙ্গত, সিবিএসই বোর্ড পূর্বেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে