Mamata Bandyopadhyay-1Health Lifestyle Others 

পুলিশের ভূমিকায় সন্তোষপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে পুলিশের ভূমিকায় সন্তোষপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন। তাঁর মন্তব্য, এরকম পুলিশ কোথায় পাবেন, যারা আইন-শৃঙ্খলা, ভিড় সামলাচ্ছেন, আবার রোগীদের প্রয়োজনে রক্তদান করছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের প্রতিদিন থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১১০০ ইউনিট রক্ত প্রয়োজন। সেই রক্তের প্রয়োজন মেটাতে কলকাতা পুলিশের ৫০ জন করে রক্তদান করছেন। রাজ্য পুলিশ ১২৪৯ ইউনিট রক্ত দিচ্ছে। মোট ১৩০০ ইউনিট রক্তদান করছেন পুলিশকর্মীরা।” পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানালেন, রাজনৈতিক দল এবং অন্যরা রক্তদান করতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেই রক্তদানের অনুমতি এখন দিতে চাইছি না।

Related posts

Leave a Comment