ইকুয়েস্ট্রিয়ানে সোনা ভারতের
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : চলতি এশিয়ান গেমসে তৃতীয় সোনার পদকের স্বাদ পেল ভারত। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহণ দলগত ড্রেসেড বিভাগে সোনা জয়ী হলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং,হৃদয় বিপুল চেড়া ও অনুশ আগরওয়াল। ৪১ বছর পর এশিয়ান গেমসের আসরে ইকুয়েস্ট্রিয়ানে সোনা পেল ভারত। উল্লেখ করা যায়, ভারতের প্রথম পদক আসে সেইলিং থেকে। মহিলাদের ডিঙ্গি ইভেন্টে রুপো জয়ী হয়েছেন ভারতের নেহা ঠাকুর। পুরুষদের উইন্ডসাফার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের ইবাদ আলি।
(ছবি: সংগৃহীত)