এশিয়াডে সোনা : অলিম্পিকেও ক্রিকেট চান মান্ধানারা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : হাংঝাউতে এশিয়ান গেমসে সোনা জয় স্মৃতি মান্ধানাদের। কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এশিয়াডে সোনা জয়ের ইতিহাস তৈরি করলেন হরমনপ্ৰীত কৌররা। স্মৃতি মান্ধানা তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অলিম্পিকের আসরেও যদি ক্রিকেট যুক্ত হয় তাহলে ভালোই হবে।
(ছবি: সংগৃহীত)