কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে কৃত্তিবাস পুরস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২০ সালের ১ ফেব্রুয়ারি, শনিবার কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে
কৃত্তিবাস পুরস্কার তুলে দেওয়া হবে। সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠিত কৃত্তিবাস পুরস্কার এবার পাচ্ছেন কবি দেবর্ষি সরকার এবং জগন্নাথদেব মণ্ডল। কৃত্তিবাস পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মান তুলে দেবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও প্রণব কুমার মুখোপাধ্যায়। পাশাপাশি সদ্য প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেনকে ওই অনুষ্ঠানে স্মরণ করা হবে। এখন কৃত্তিবাস পত্রিকার সম্পাদক স্বাতী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বইমেলায় এই অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ।