পুলিশকর্মীর রহস্য মৃত্যুতে তদন্তের দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুলিশকর্মীর রহস্য মৃত্যু। উদ্ধার হল দেহ রেললাইনে। পুলিশ সূত্রের খবর, জলপাইগুড়ি পুলিশ লাইনে জুনিয়র কনস্টেবল পদে কর্মরত শালবনির যুবকের মৃত্যু ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। দুদিন নিখোঁজ থাকার পর জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রেললাইনের ওপর ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুভাষ বিশই (৩২)। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রামচন্দ্রপুরের ভাউদি গ্রামে ওই যুবকের বাড়ি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি পুলিশ লাইনে তাঁর পোস্টিং ছিল। প্রায় ৫ মাস আগে পুরুলিয়া থেকে জলপাইগুড়িতে ওই কনস্টেবলকে বদলি করা হয়। পরিবারের অভিযোগ, ছেলেকে মেরে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত দাবি করেছে পরিবার।