বিশ্ব ক্যান্সার দিবসের থিম- “আই অ্যাম অ্যান্ড আই উইল”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছর গোটা বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে সারা পৃথিবীতে যত রোগে মানুষের মৃত্যু ঘটে, তার মধ্যে ক্যান্সার তালিকার ২ নম্বরে রয়েছে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক বিবিধ অনুষ্ঠান চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় মানুষকে সচেতন করতে প্রচার, বিভিন্ন আলোচনা ও বক্তৃতার আয়োজন হয়েছে। পাশাপাশি পথ-নাটিকা এবং বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানা গিয়েছে। এবারের বিশ্ব ক্যান্সার দিবসের থিম হল- “আই অ্যাম অ্যান্ড আই উইল”। উল্লেখ্য, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যক্তিগত উদ্যম এবং মনোবলে জোর আনতে ২০১৯ সালে এই ভাবনাকে মাথায় রেখে প্রচারাভিযান চলছে। এবার তা দ্বিতীয় বর্ষে পা রেখেছে। জানা গিয়েছে, এই থিম থাকবে ২০২১ সালেও।

Related posts

Leave a Comment