BumrahSports 

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যশপ্রীত বুমরা বিশ্বরেকর্ড গড়লেন। মাত্র ১২ রানে ৩ উইকেট দখল করলেন তিনি। ৪ ওভারের মধ্যে একটি ওভার মেডেন। এই মেডেন নেওয়ার জন্যই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারতীয় এই বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম বোলার যিনি ৭টি মেডেন ওভার নিলেন। এটিতেই হল বিশ্বরেকর্ড। এর আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলসেকরার। তিনি ৬টি মেডেন নিয়েছিলেন। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২০৫.১ ওভারে নুয়ান এই কৃতিত্ব অর্জন করেন। বুমরা ৭ মেডেন নিয়েছিলেন ৫০ ম্যাচে ও ৪৯ ইনিংসে। মাত্র ১৭৯.১ ওভারে বুমরা এই সাফল্য পান।

Related posts

Leave a Comment