গ্রিনল্যান্ডের হিমবাহের দ্রুত গলনের কারণ এখন স্পষ্ট, “নেচার জিওসায়েন্স” জার্নালে দাবি গবেষকদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বায়ুস্তরের উষ্ণতা বৃদ্ধি গ্রিনল্যান্ডের হিমবাহের গলনের অন্যতম কারণ বলে মনে করছেন গবেষক ও বিজ্ঞানীরা। এবার সেই তালিকায় সংযুক্ত হল সামুদ্রিক জলস্রোতও। গবেষকরা দাবি করছেন, বরফের চাদরের নিচ দিয়ে যে উষ্ণ সামুদ্রিক জলস্রোত বইছে, তার ফলে হিমবাহের তলদেশ থেকেও গলন শুরু হয়েছে। অন্যভাবে বিজ্ঞানীরা বলছেন, উপর থেকে বরফ-রাজ্যে হামলা করছে বায়ুস্তর, তবে নিচ থেকে তার গলনে ভূমিকা নিচ্ছে উষ্ণ জলস্রোত। এ সংক্রান্ত গবেষণাপত্রটি “নেচার জিওসায়েন্স” জার্নালে সম্প্রতি বের হয়েছে। জানা গিয়েছে, গ্রিনল্যান্ডের “৭৯ ডিগ্রি নর্থ গ্লেসিয়ারের” উপর পর্যবেক্ষণ শুরু করে গবেষকরা। হিমবাহের একটি “আইস টাংয়ের” উপর এই পর্যবেক্ষণ হয়। আইস টাং হল ভাসমান বরফের চাই। এক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য হল- জলের উপর ভেসে বেড়ালেও মূল বরফখণ্ড থেকে বিচ্ছিন্ন নয় এটি। এই গবেষণায় যে আইস টাং নিয়ে কাজ করেছিলেন গবেষকরা, সেটির দৈর্ঘ্য ছিল ৫০ মাইল। পরবর্তীতে নজরে আসে ওই চোরা জলস্রোত। এ বিষয়ে গবেষকরা দাবি করেছেন, আটলান্টিক মহাসাগর থেকে একটি উষ্ণ জলস্রোত সরাসরি আইস টাংটির দিকে বয়ে আসে। প্রায় ১ মাইল চওড়া ওই স্রোতকেই বরফ-রাজ্যের নতুন “ভিলেন” হিসেবে দাবি করেছেন গবেষকরা। জার্মানির আলফ্রেড ওয়েগেনার ইনস্টিটিউটের সমুদ্র বিশেষজ্ঞ এবং ওই বিজ্ঞানী-দলের প্রধান জানিন শাফারের এ প্রসঙ্গে বক্তব্য, “হিমবাহের এত দ্রুত গলনের কারণ এখন স্পষ্ট।”