গরমের অস্বস্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মার্চের শুরুতেই গরমের অস্বস্তি বেড়েছে। চড়ছে পারদ। বেলা বাড়লেই রোদের তাপ ও গরমের আবহাওয়া। বসন্তের রেশ উধাও হচ্ছে বাংলা থেকে । রোদের তেজ বেড়ে গিয়েছে। অস্বস্তি ও হালকা ঘাম হচ্ছে । ভোরের দিকে হালকা ঠাণ্ডা। বেলা বাড়তেই আবহাওয়ার মেজাজ বদলে যাচ্ছে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে,তাপমাত্রার পারদ চড়তে থাকবে। রাত ও দিনের তাপমাত্রার পরিবর্তন হবে। ভূমধ্যসাগরের শীতল হাওয়া থাকবে রাজ্যে। তা গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। হবে। শীতল হাওয়া থাকলেও বসন্তের আবহে গরমের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

