book fair and 2022Breaking News Education Others 

সেন্ট্রাল পার্ক হোক বইমেলা প্রাঙ্গণ: মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল সল্টলেক সেন্ট্রাল পার্কে ৪৫তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহ সরিয়ে তিলোত্তমা কলকাতা ফের চেনা ছন্দে। কলকাতা বইমেলা স্বমহিমায়। এক বছর বন্ধ থাকার পর আবারও বইমেলার উন্মাদনা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কোভিড কালে অনেক কৃতি বাঙালিকে হারিয়েছে সমাজ। সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ি, পিকে থেকে সুরজিত সেনগুপ্তদের কথা তুলে এনেছেন মমতা। ভারত বাংলাদেশ মৈত্রীর কথাও ধরা পড়ল তাঁর কথায় ।

এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। করোনা আবহে বইমেলা বন্ধ ছিল। ওই বছরও থিম দেশ ছিল বাংলাদেশ। মুখ্যমন্ত্রীর আরও মন্তব্য, বাংলাদেশ আর বাংলা একই ভাষায় কথা বলতে পারা এক ভৌগলিক অঞ্চল, যা আন্তরিকতা ও আশীর্বাদে ভরা।

পাশাপাশি এই বইমেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মানুষের সার্টিফিকেট পেয়েছে এই বইমেলা। আমরা যেমন ইউনেস্কোর পক্ষ থেকে সম্মান পেয়েছি। অনেকে বলেন, এটা বইমেলা। আমি বলি বইবেলা। এত কাগজ, এত বৈচিত্র্য কোথায় পাওয়া যাবে। মিলন মেলা আমাদের যদিও তৈরি হয়ে যাবে। কিন্তু আপনাদের যেহেতু পছন্দ সেন্ট্রাল পার্ক। তাই এই মেলা মাঠের নাম দেওয়া হোক, বইমেলা প্রাঙ্গণ”। আগামী বছর অন্তর্জাতিক সঙ্গীত মেলা করার কথাও জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment