জাপানেও বিদায় সিন্ধুর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধিঃ জাপানেও প্রথম রাউন্ডে বিদায় সিন্ধুর। কোরিয়া ওপেনের পর জাপান ওপেনেও একই অবস্থা পি ভি সিন্ধুর। অলিম্পিক পদক জয়ী ভারতীয় তারকা প্রথম রাউন্ডেই পরাজিত হলেন চিনের ঝাং ই মানের কাছে। ম্যাচের ফলাফল ১২-২১ ও ১৩-২১। (ছবি:সংগৃহীত)

