Entertainment 

দীর্ঘদিন পর ফের কোন সিনেমায় প্লেব্যাক গাইতে চলেছেন পরান বন্দ্যোপাধ্যায়! উচ্ছ্বসিত নেটিজেনরা

অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন পর আবার গান গাইলেন। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজ়ের জন্য একটি গান রেকর্ড করেছেন তিনি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে পরান গান গেয়েছিলেন। পরান প্রথমে গান গাইতে রাজি ছিলেন না। তিনি পরিচালক রাহুলকে অন্য কাউকে দিয়ে গানটি গাওয়াতে বলেছিলেন। কিন্তু রাহুলের অনুরোধে শেষ পর্যন্ত তিনি গানটি গাইতে রাজি হন।

পরান বলেন, ‘‘আমি যদি গান গাই, তা হলে যাঁরা গান শিখে গাইতে আসছে তাঁদের প্রতি অবিচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রাহুল এতটাই আন্তরিক ভাবে জোর করল যে, রাজি না হয়ে পারলাম না।’ সিরিজ়ে পরানের গাওয়া গানটির নাম ‘মেলোড্রামা’। একান্নবর্তী পরিবার এবং ভূত নিয়ে জমজমাট এই সিরিজ়ে রয়েছে চৌধুরী পরিবারের গল্প। সেখানে দাদু সতীনাথ চরিত্রে পরান এবং বাড়ির দারোয়ান রফিকের চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য। পরিচালক রাহুল বলেন, ‘‘আমি এক দিন পরানদার মোবাইলের কলারটিউন শুনে ওঁর কণ্ঠস্বর ভেবেছিলাম। পরে উনি বলেন যে, গানটি আসলে শচীন দেব বর্মণের গাওয়া। দু’জনের কণ্ঠস্বরের মিল দেখে আমি ওঁকে সিরিজ়ে গাইতে অনুরোধ করি।’’

এই গানে পরান ছাড়াও কণ্ঠ মিলিয়েছেন সত্যম। পরিচালকের দাবি, শুধুই গান রাখার শর্ত মেনে এই গানটিকে রাখা হয়নি। বরং গল্পকে এগিয়ে নিয়ে যেতেই গানটি সিরিজ়ে এসেছে। সেখানে সিরিজ়ের চরিত্ররাও গলা মিলিয়েছেন। রাহুল বলেন, ‘‘গানের রেকর্ডিংয়ে আমরা খুব মজা করেছি। পুরো গানটাই সিরিজ়ে থাকছে। মনে হচ্ছে, দর্শক এই গানের দৃশ্যটা উপভোগ করবেন।’’ চলতি মাসেই মুক্তি পাবে ‘দাদুর কীর্তি’।

Related posts

Leave a Comment