spain world cup championBreaking News Others Sports World 

বিশ্বজয়ী স্পেনের মেয়েরা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ জয়ী স্পেন। সিডনিতে স্পেন ১-০ গোলে পরাজিত করল ইংল্যান্ডকে। উল্লেখ করা যায়, ২০১০ সালে জোহানেসবার্গে স্পেনের পুরুষ ফুটবলারদের প্রথম বিশ্বকাপ উঠেছিল ইকের ক্যাসিয়াসের হাতে। ওই দেশের মহিলা প্রতিনিধি হয়ে প্রথমবার বিশ্বকাপ হাতে করলেন দলের অধিনায়ক কারমোনা। জার্মানির পর স্পেন দ্বিতীয় দেশ হিসেবে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ জয়ের অধিকারী হলেন। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment