মাতৃত্বের পরও বিশ্ব মিটের দ্রুততমা শেলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই। তাঁদের থামিয়ে রাখা যায় না। মেরি কম তিন সন্তানের মা হওয়ার পরও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে নেমেছেন। সানিয়া মির্জা মা হওয়ার পরও টেনিস ময়দানে। এবার জামাইকার ৫ বারের চ্যাম্পিয়ন স্প্রিন্টার শেলি অ্যানি ফ্রেজার নয়া নজির গড়লেন। মাতৃত্বের পরও বিশ্ব মিটের দ্রুততমার শিরোপা অর্জন করলেন তিনি।
ওরিগনে অনুষ্ঠিত মহিলাদের ১০০ মিটারে সেরা ৩৫ বছর বয়সী জামাইকার এই অ্যাথলিট। মাতৃত্বের পরও ট্র্যাকে চ্যাম্পিয়ন হলেন তিনি। জামাইকান শেলি ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন শেলি। ১০.৬৭ সেকেন্ডে তিনি দৌড় শেষ করলেন। এই সাফল্য প্রসঙ্গে শেলি-র মন্তব্য, “আমি পেশাদার অ্যাথলিট। চ্যালেঞ্জ সবসময় উপভোগ করি। এই কারণেই ৩৫ বছর বয়সেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছি। অনেকে আমার বয়স নিয়ে কটাক্ষ করেছিলেন।”

