মায়ামি ওপেন টেনিস চ্যাম্পিয়ন দানিল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন দানিল। মায়ামি ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ার দানিল মেদভেদেভ। তিনি পরাজিত করলেন ইয়ানিক সিনারকে। রুশ তারকা জয়ী হয়েছেন ৭-৫ ও ৬-৩ ফলাফলে। জয়ের পর দানিলের মন্তব্য,”সিনার বেশ কয়েকবার চাপে ফেলার চেষ্টা করেছিল। মাথা ঠান্ডা রেখে চাপ সামলেছি। (ছবি: সংগৃহীত)

