সকাল-সন্ধ্যায় শীতের আমেজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ থাকবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নামার ইঙ্গিত রয়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে,সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। বেলা বাড়লে শীত উধাও হয়ে যাবে। (ছবি: সংগৃহীত)

