winter and clothHealth Lifestyle Others 

শীত পোশাক তুলে রাখার কিছু টিপস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকাল বিদায় নিতে চলেছে। হাড় কাঁপানো শীত উধাও। গরম জামা-কাপড় তুলে রাখার সময় এসেছে। পাশাপাশি লেপ-কম্বল গুটিয়ে রাখার সময় । শীতের সব পোশাক তুলে রাখতে হবে। সোয়েটার, শাল, টুপি, মাফলার, গ্লাভস ও মোজা প্রভৃতি বের করা হয়েছিল। গুটিয়ে তা তুলে রাখলে হবে না। উলের সব পোশাক যত্নে রাখতে হবে। শীতের জামাকাপড়গুলিতে পোকা ও ধুলো জমার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কিছু টিপস দেওয়া হল। যেমন-

শীতের পোশাক না ধুলেও চলবে এমন ধারণাটা সম্পূর্ণ ভুল। সোয়েটার, জ্যাকেট সহ শীত পোশাক না ধুয়ে তুলে রাখা ঠিক নয়। ব্যাকটেরিয়া, ধুলো, বা গন্ধ মাসের পর মাস থেকে যায়। । এক্ষেত্রে ড্রাইক্লিনিং করাতে পারেন। সম্ভব না হলে ঘরেই ভালো করে ধুয়ে ফেলতে পারেন। এ বিষয়ে আরও জানানো হয়েছে,পোশাক ভাঁজ করার আগে ভালো করে শুকিয়ে নেওয়া দরকার। গ্রীষ্মকালে পশমের বা বিভিন্ন শীত পোশাক কোথায় রাখবেন তাও ঠিক করে নিতে হবে।

আগামী শীতে সেগুলি ব্যবহারের উপযোগী করে রাখতে হবে। বাথরুমের লাগোয়া জায়গায় উলের পোশাক রাখা উচিত নয়। আর্দ্রতার সংস্পর্শে এলে জামা-কাপড় বাজে গন্ধ হতে পারে। ছত্রাকও ধরে যেতে পারে। সব সময় শুকনো জায়গায় জামাকাপড় রাখা উচিত। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে,সিডার চিপস বা ব্লক শীত পোশাকের মাঝে দিয়ে রাখতে পারলে ভালো । এক্ষেত্রে গন্ধ দূর করবে এবং পোশাকের আর্দ্রতাও দূরে রাখবে। তবে মাঝে মধ্যে আলমারি থেকে বের করে তা দেখে নিতে হবে। শীতের পোশাকগুলি রোদে দিলে আরও ভালো হবে ।

Related posts

Leave a Comment