ব্যাঙ্ক সংযুক্তিকরণ এপ্রিলেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২০ সালের ১লা এপ্রিল থেকে দেশের ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্ত হয়ে ৪টি ব্যাঙ্ক হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১লা এপ্রিল ২০২০ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় রূপান্তরিত হবে। একইভাবে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কের শাখায় রূপান্তরিত হবে। এছাড়া এলাহাবাদ ব্যাঙ্ক যুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে এবং সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্ত হচ্ছে কানাড়া ব্যাঙ্কের সাথে।
৪টি ব্যাঙ্কের নোটিফিকেশন: https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx