করোনার আবহে নতুন নির্দেশিকা এআইসিটিই-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার জেরে এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপের উপর নিষেধাজ্ঞা জারি। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর নতুন নির্দেশিকা। এই পরিস্থিতিতে কোনও পড়ুয়া প্রতিষ্ঠান বা বাড়িতে বাইরে হাতে-কলমে কাজ শিখতে যেতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে। করোনার জন্য দেশজুড়ে লকডাউন ঘোষিত। সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাতায়াত করে ইন্টার্নশিপ করাটা ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছে এআইসিটিই। তবে পড়ুয়াদের বাড়িতে বসিয়েই অনলাইনে হাতে-কলমে কাজ শেখানোর উদ্যোগ নিয়েছে। সেই রকম ইন্টার্নশিপ চলতে পারে বলে জানাল কাউন্সিল।