milk deliveryBreaking News Travel 

লকডাউনে মুর্শিদাবাদের গোয়ালারা বিপাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী লকডাউন। রাজ্যেও তার প্রভাব। এর জেরে বিপাকে মুর্শিদাবাদের গোয়ালারা। সমস্তরকম যানবাহন বন্ধ থাকায় সমস্যায় দুধ উৎপাদনকারী সংস্থাগুলিও। স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার কান্দি, বহরমপুর, ভরতপুর, বেলডাঙা, রেজিনগর, ডোমকল ও শক্তিপুর ব্লকে লক্ষাধিক গোয়ালারা বসবাস করেন। লকডাউনের জেরে দুধ বিক্রি কার্যত বন্ধ। আবার গরুর খাবার বন্দোবস্ত করতে হচ্ছে রীতিমতো চড়া দাম দিয়ে।

এই প্রতিকূল পরিস্থিতিতে চরম বিপাকে ব্যবসায়ীরা। ট্রেন সহ অন্যান্য যানবাহন বন্ধ থাকার কারণে পনির ও ছানা কলকাতার বাজারে আসতে পারছে না। প্রসঙ্গত, এর আগে লালগোলা-শিয়ালদহ শাখার দুটি ট্রেনে পনির পাঠানো হত কলকাতা বাজারে। এখন সে পথও বন্ধ। মুর্শিদাবাদের স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি জানালেন, ৩০০ থেকে ৩৫০ গোয়ালারা প্রত্যেকদিন ট্রেনে করে পনির নিয়ে যেতেন কলকাতায়। লকডাউন হওয়াতে ট্রেন বন্ধ থাকায় ব্যবসাই লাঠে উঠতে বসেছে। রোজ দুধ নষ্ট হচ্ছে। ফেলে দিচ্ছি। এছাড়া আমাদের কিছুই করার নেই।

Related posts

Leave a Comment