অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর লঙ্কা বধ টিম ইন্ডিয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একের পর এক জয়। এ – গ্রুপের চারটি ম্যাচই জিতে নিলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর এবার হলো লঙ্কা বধ। উল্লেখ্য, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে আগেই শেষ চারের টিকিট কনফার্ম করেছিলেন ভারতীয় প্রমিলা বাহিনী। এদিন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড নিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল ভারতীয় মেয়েরা।

এদিন প্রথমে বল করতে এসে রাধা যাদব আর রাজেশ্বরী গায়কোয়াডের দুরন্ত বোলিংয়ের সামনে টিকতেই পারলো না শ্রীলংকার ব্যাটিং অর্ডার। মাত্র ১১৪ রানের টার্গেট দিয়ে গুটিয়ে যায় লঙ্কা বাহিনী। ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মা জুটি শুরুটা ভালোই করেন। স্মৃতি মাত্র ১৭ রানে ফিরে গেলেও নিজের ছন্দের সাথেই ব্যাটিং করতে থাকেন শেফালী। মাত্র ৩৪ বলে মূল্যবান ৪৭ রান উপহার দেন তিনি। ১৪ বলে ১৫ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। তারপর জেমাইমা রডরিগেজ (১৫) এবং দীপ্তি শর্মা(১৫) জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ৫ওভার ২বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতীয় শিবির।
শনিবার মেলবোর্নে অবশ্য টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, দীপ্তি শর্মা, পুনম যাদব, শিখা পান্ডেদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে তারা। সর্বোচ্চ রান করেন অধিনায়ক আতাপাত্তু (৩৩)। ভারতের হয়ে রাধা যাদব চারটি, রাজেশ্বরী গায়কোয়াড় দুটি উইকেট নেন। পুনম, দীপ্তি এবং শিখা একটি করে উইকেট নেন।