অপরাধী ধরতে রেল স্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রেলস্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা বসছে। আর নিস্তার মিলবে না অপরাধীদের। অপরাধী ধরার জন্যই কাজে লাগানো হচ্ছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে। রেল সূত্রের খবর, আগামী জুন মাসেই কলকাতা হাওড়া, শিয়ালদা,ও পাটনাসহ ৬,১০৪টি স্টেশনে বসছে এই চেহেরা চেনার ক্যামেরা। জানা গিয়েছে, ২০২২ সালের মধ্যে ভারতের প্রতিটি প্রান্তের সব স্টেশনে বসানো হবে এই ক্যামেরা। প্রসঙ্গত, বর্তমানে যে সাধারণ মানের ক্যামেরা বসানো রয়েছে তাতে এই সিস্টেম ব্যবহার হয় না। এরফলে এ ওয়ান ,এ ,বি ও সি ক্যাটাগরির রেল স্টেশনগুলিতে ৪ কে ইউ এইচ ডি (আল্ট্রা হাই ডেডিকেশন )ক্যামেরা লাগানো হবে। যা যুক্ত করবে ফেস রিকগনিশন সফটওয়ারের সঙ্গে। এই প্রযুক্তির ব্যবহারে চেনা যাবে অপরাধীদের।রেল বোর্ড সূত্রে আরও খবর,স্টেশনগুলি অপরাধী মুক্ত করতে এই সিস্টেম চালু করা হচ্ছে। রেলে বিভিন্ন ধরণের অপরাধী একেবারে খোলামেলাভাবে যাতায়াত করে বলে অভিযোগ। সংগঠিত হয় নানা অপরাধ। এই ধরণের অপরাধীরা স্টেশনে ঢুকলেই ফটোর সঙ্গে মিল হলেই নির্দিষ্ট করে সিগন্যাল দেবে ক্যামেরা । এরপর পুলিশ ও আরপিএফ দফতরে বসেই জেনে যেতে পারবেন অপরাধীদের । অপরাধীদের ধরার কাজে সুবিধা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে । সব মিলিয়ে বড় স্টেশনগুলিতে ৮টি ক্যামেরা ও ছোট স্টেশনগুলোতে ৪টি ক্যামেরা বসানোর তৎপরতা চলছে।