Crime SceneOthers 

জোড়াবাগানে কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবার রক্তাক্ত দেহ উদ্ধার কলকাতায়। এবার জোড়াবাগান থানা এলাকার বেনিয়াটোলা স্ট্রিটে এক যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গেল। দেহ উদ্ধার করে তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সিদ্ধার্থ সাহানা (২৫)। মৃতের বাড়ি বাঁকুড়ার ইন্দপুরের নিয়ামতপুর গ্রামে। উল্লেখ্য, কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটে একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন সিদ্ধার্থ সাহানা। এদিন কারখানা থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তার গলায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। জোড়াবাগান থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছেন। ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment