কুমার রায়ের জন্মদিনে গোর্কিসদনে বিশেষ অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্মারক বক্তৃতা ও স্মৃতি সম্মান। বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠাতা ও নির্দেশক প্রয়াত কুমার রায়ের সম্মানে ৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশেষ অনুষ্ঠান। ২ মার্চ সন্ধ্যায় কুমার রায়ের জন্মদিনে গোর্কিসদনে এই অনুষ্ঠান হবে। আয়োজক সূত্রের খবর, প্রবীণ অভিনেত্রী মায়া ঘোষকে সম্মান অর্পণ করবেন স্মৃতিরক্ষা সমিতির সভাপতি লতা রায়। প্রয়াত কুমার রায়ের সংক্ষিপ্ত পরিচয় দেবেন স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক প্রভাতকুমার দাস। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্মৃতিরক্ষা কমিটি ও আইজেনস্টাইন সিনে ক্লাব যৌথভাবে লেবেদেভ প্রতিষ্ঠিত “বেঙ্গলি থিয়েটার”-এর ২২৫-তম বর্ষ বিষয়ে আলোকপাত করবেন গৌতম ঘোষ। পাশাপাশি গ্রন্থাকারে প্রকাশিত হবে গত বছর পবিত্র সরকার প্রদত্ত বক্তৃতা “না-নাটক থেকে নাটক ভাষা প্রকাশের ধাপগুলি”।