বিবেকানন্দ ড্রামা ক্লাবের নাট্য প্রতিযোগিতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সামাজিক দায়িত্ব। জগৎসভায় ভারতের শ্রেষ্ঠত্ব বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই বাস্তব প্রেক্ষাপটে মূল্যবোধ ও সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে বিবেকানন্দ ড্রামা ক্লাব আয়োজন করেছে একটি আন্তর্জাতিক কলেজ নাট্য প্রতিযোগিতার। রেজোন্যান্স শীর্ষক ওই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে আগামী ৬ মার্চ। আয়োজক সূত্রের খবর, এই নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ও সোহিনী সেনগুপ্ত। এছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন মৌলানা আজাদ কলেজ, স্কটিশ চার্চ কলেজ, সরশুনা কলেজ, সরোজিনী নাইড়ু কলেজ, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এবং বিবেকানন্দ কলেজ।