SikkimLifestyle Others Travel 

১ মার্চ গানের স্বরলিপিতে মাতবে পাহাড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রায় শ-তিনেক দর্শকের উপস্থিতিতে ১ মার্চ সকাল ৯টায় উৎসবের সূচনা। প্রথম সিকিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনেই পূর্ব সিকিমের আগামলোক মনেস্ট্রি গ্রাউন্ডে শুরু মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল। উৎসবের আনন্দপীঠ এখানে। বসন্তের বিলাসে উপস্থিত থাকবেন পাহাড় থেকে সমতলের বহু শিল্পী। আয়োজক সূত্রের খবর, ব্যান্ড ক্যাকটাসের সিধু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, তবলিয়া পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায়, শিল্পী চন্দ্রিমা ভট্টাচার্য, ওডিশি শিল্পী সমর্পিতা চন্দ এবং সেতারবাদক সৌভিক মুখোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি উৎসবে সিকিমের স্থানীয় শিল্পী এবং আগামলোক মনেস্ট্রির বৌদ্ধ সন্ন্যাসীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

Related posts

Leave a Comment