সম্প্রীতি রক্ষায় বিয়েতে সামাজিক বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিয়েতে উপস্থিত থাকতে হবে অনাথ আশ্রমের সব ধর্মের শিশু-কিশোরদের। কনের এমনই দাবি। এর অন্যথা হলে বিয়ের পিঁড়িতেই বসবেন না। ব্যবসায়ী পিতার একমাত্র আদরের কন্যার কড়া নির্দেশ এল। এমনকী বিয়ের তত্ত্ব যাবে না বরের বাড়ি। সব তত্ত্ব পাঠাতে হবে অনাথ আশ্রমে। আবার হবু স্ত্রীকে বিয়ের জন্য কিছু উপহার সামগ্রী দিতে চেয়েছিলেন ব্যবসায়ী বর। তাও নাকচ করে দিয়েছেন তিনি। তাঁর সেই কঠিন পণ, যা দেওয়ার দিতে হবে অনাথ আশ্রমকে। বিয়েতে দেওয়া অন্যদের উপহারও তিনি পাঠিয়ে দেবেন আশ্রমে। স্থানীয়ভাবে জানা গিয়েছে, সম্প্রতি বিয়ের আগে সন্ধ্যায় আইবুড়ো ভাতের অনুষ্ঠানে অনাথ আশ্রমের প্রায় ২০০ কচিকাঁচাদের আমন্ত্রণ জানিয়েছিলেন পাত্রী জয়পুরিয়া কলেজের প্রাক্তনী রায়া রায়চৌধুরী। বাগবাজারের বাসিন্দা কনের বক্তব্য, “দেশ জুড়ে বিদ্বেষের বাতাবরণ। আমার বিয়েতে একটি সামাজিক বার্তা দিয়ে চেয়েছি। আমার শহর যেন কোনও অশান্তির বিষে আক্রান্ত না হয়, তার জন্য সব শিশুকে আমন্ত্রণ করেছি। বর্তমানে শিশুরাই তো কাল সমাজ গড়বে।” শেষ পর্যন্ত সম্মতি মেলে সব পক্ষের। শুভবিবাহ সম্পন্ন হয়।