Sarada VidyapithBreaking News Lifestyle 

ঈশ্বররূপে বাবা-মাকে পুজো করলো খুদে পড়ুয়ারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রতিদিনের মতোই আজও সূর্যোদয়ের সাথে সাথে সকালের এল দেখলো জলপাইগুঁড়িবাসী কিন্তু এ যেন এক অন্য সকাল। আদরের সন্তানকে বড় করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না কোনও বাবা-মা। বহু ক্ষেত্রে দেখা যায় সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক সময় সময়ের অভাবে, অনেক সময় অর্থের অভাবে আবার অনেক সময় নিজের জীবনসঙ্গীর কথায় নিজের বাবা-মায়ের প্রতি তারা কর্তব্য পালনে বিচ্যুত হন। সামাজিক এই অবক্ষয়ের নিদর্শন এখন প্রতিনিয়ত চোখে পড়ে।

এদিন দেবতা জ্ঞানে নিজের বাবা-মাকেই পুজো করল এক ঝাঁক খুদে পড়ুয়া। জলপাইগুড়ির ওই স্কুলের অভিনব উদ্যোগে আপ্লুত অভিভাবক থেকে শুরু করে বিশিষ্টজনেরা। আজ সকাল-সকাল জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার সারদা শিশুতীর্থ স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ছোট ছোট শিশুরা স্কুলের পোশাক পরে জলপাইগুড়ি মাসকলাইবাড়ি এলাকার মাঠে পৌঁছে গিয়েছিল তাঁদের বাবা-মায়ের সাথে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আগে থেকেই মাঠে অভিভাবকদের জন্য কিছু চেয়ার পাতা ছিল।

বাবা-মায়েদের সেই চেয়ারে বসিয়ে তাঁদের পায়ে ফুল, চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর জীবনের প্রার্থনা করে কচিকাঁচার দল। তারপর পুজো শেষ করে তারাই আবার তাদের বাবা-মায়েদের মিষ্টি মুখ করায়। নিজেদের মুখের মিষ্টি পরে আদরের সন্তানের মুখেই তুলে দিলেন অভিভাবকেরা। এ যেন এক অন্য প্রভাত।

এই অভিনব অনুষ্ঠানের শেষে মাঠে বাবা-মায়েদের সঙ্গে বসে পাত পেড়ে প্রসাদ খেল খুদে পড়ুয়ারা। আজ জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার সারদা শিশুতীর্থ স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৩০ জন পড়ুয়া ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষের করা এই অভিনব অনুষ্ঠানে।

Related posts

Leave a Comment