Hottomela film festivalEntertainment 

প্রথম শর্ট ফ্লিমেই পুরস্কার বর্ধমানের শিক্ষকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ইন্দ্রনীলবাবু বর্ধমানের এক বিদ্যালয়ে শিক্ষকতা করেন ।শিক্ষকতার পাশাপাশি তিনি একজন নাট্যকর্মীও।তাঁর ভিন্ন আঙ্গিকের কাহিনীচিত্র এবার পুরস্কার পেল। সমাজে যা প্রতিনিয়ত ঘটে চলেছে,তা নিয়েই এই ছবি। এমন প্রশ্নই তোলে শিশুরা। বিশেষ করে অনাথরা এই প্রশ্ন তুললে সেটা অনেকটাই অন্যভাবে দেখা হয়। আর সেই অনাথদের প্রশ্ন নিয়েই ভিন্ন ভাবনার প্রভাব সমাজের মধ্যে প্রতিফলিত হয়। তা নিয়েই হয়েছে স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র।নাম দেওয়া হয়েছে “ভ্ৰাখ”। ভিন্ন আঙ্গিকের ত্রই কাহিনী এবার পুরস্কার পেল। এই ছবির পরিচালক ইন্দ্রনীল দাঁ। প্রথম শর্ট ফ্লিমের পুরস্কার পেয়ে তিনি বেশ উৎসাহিত। ইন্দ্রনীল দাঁ -এর বাড়ি শহর বর্ধমানের ইছলাবাদ এলাকায়।

Related posts

Leave a Comment